Notice

 

 


কবি-সব্যসাচী সৈয়দ শামসুল হক-এর ৮০তম জন্মবার্ষিকী উদ্যাপন

সুধী
আগামী ২৭ ডিসেম্বর, রবিবার জাতীয় কবিতা পরিষদের প্রধান উপদেষ্টা কবি-সব্যসাচী সৈয়দ শামসুল হক-এর ৮০তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে জাতীয় কবিতা পরিষদ বাংলাদেশ জাতীয় জাদুঘর-এর সহযোগিতায় আগামী ২৫ ডিসেম্বর শুক্রবার বিকেল ৪টায় নলিনীকান্ত ভট্টশালী গ্যালারি/বেগম সুফিয়া কামাল মিলনায়তনে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি ড. মুহাম্মদ সামাদ

করতে ইচ্ছুক। এই অনুষ্ঠান উপলক্ষে কবি-সব্যসাচী সৈয়দ শামসুল হক ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি লিখিত স্মারক বক্তৃতা ‘দৃষ্টিভূমিতে দীর্ঘছায়া’ পাঠ করবেন।
উক্ত অনুষ্ঠানে আপনাদের সহযোগিতামূলক অংশগ্রহণ বাংলাদেশের কবিদের অনুপ্রাণিত করবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সবিনয় অনুরোধ করছি।

বিনীত,

(তারিক সুজাত)
সাধারণ সম্পাদক
জাতীয় কবিতা পরিষদ